ওয়ার্ল্ড টেনিস ট্যুরের মূল পর্বে বাংলাদেশের অবিনাশসহ চার খেলোয়াড়

ওয়ার্ল্ড টেনিস ট্যুরের মূল পর্বে বাংলাদেশের অবিনাশসহ চার খেলোয়াড়

শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র (জে-৩০), ঢাকা প্রতিযোগিতার মূল পর্ব। দুই দিনব্যাপী বাছাইপর্ব শেষে মূল পর্বে জায়গা করে নিয়েছেন চার খেলোয়াড়।

রবিবার সকালে বাছাইপর্বের চূড়ান্ত ম্যাচে দারুণ দাপট দেখিয়ে স্বদেশি প্রতিদ্বন্দ্বী সাফওয়ান সামিকে পরাজিত করেন অবিনাশ। প্রথম সেটে ৬-১ এবং দ্বিতীয় সেটে ৬-০ গেমে জয় তুলে নিয়ে তিনি মূল পর্বে জায়গা নিশ্চিত করেন।

অবিনাশ ছাড়াও বাছাইপর্ব থেকে মূল পর্বে উঠেছেন থাইল্যান্ডের চানাপাত পিসুথারনন্থ, চাইনিজ তাইপের উই চেং তাং এবং দক্ষিণ কোরিয়ার ইউন-সাং চো।

বাছাইপর্ব ছাড়াও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে সুযোগ পেয়েছেন আরও চার খেলোয়াড়— বাংলাদেশের সাইম, জাওয়াদ, মালেক এবং চীনের লি।

মূল পর্বে আগে থেকেই ছিলেন ২৪ জন খেলোয়াড়। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাছাইপর্ব ও ওয়াইল্ড কার্ডপ্রাপ্ত এই আটজন। বাংলাদেশের পক্ষে আরও খেলবেন জারিফ আবরার ও কাব্য গায়েন।

অন্যদিকে, মেয়েদের বিভাগে বাংলাদেশের সাত খেলোয়াড় সরাসরি মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন সুমাইয়া আক্তার, সারা আল জসিম, জান্নাতুল ফেরদৌস, হালিমা জাহান, ইয়ানা চৌধুরী, সুবর্ণা খাতুন ও মালিহা ইসলাম।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি ইতোমধ্যেই ঢাকায় শুরু হয়েছে এবং চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

এআর/আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin