জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলকে কুপিয়ে জখম

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলকে কুপিয়ে জখম

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি বুনিয়া সোহেলকে ধরে নিয়ে গণপিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ মাদক কারবারিরা।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপ এবং পিচ্চি রাজা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে দুই গ্রুপের মাঝে এর আগে গোলাগুলি, ককটেল বিস্ফোরণ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটে। সম্প্রতি বুনিয়া সোহেলের ভাই টুনটুন এবং সহযোগী এসকে নাসিম গ্রেফতার হলে বুনিয়া সোহেল কার্যত দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে ৪ নম্বর সেক্টরের মাদক কারবারিরা আজ সন্ধ্যায় তার ওপর হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে যায়। তবে গুরুতর আহত বুনিয়া সোহেলকে উদ্ধারে গিয়ে ৪ নম্বর সেক্টরের মাদক কারবারিদের হামলার মুখে পড়তে হয় পুলিশকে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সন্ধ্যা ৭টার কাছাকাছি সময়ে খবর পেয়ে ৪ নম্বর সেক্টরে গিয়ে বুনিয়া সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে পুলিশ ও সেনাবাহিনী। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গুরুতর মারপিটের চিহ্ন রয়েছে।

এসি আরও বলেন, তাকে কারা ধরে এনে এভাবে রক্তাক্ত করেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। তার জ্ঞান ফিরলে বিষয়টি পরিষ্কার হবে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin