ভেনেজুয়েলার আকাশসীমাকে ‘সম্পূর্ণ বন্ধ’ বিবেচনা করতে বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার আকাশসীমাকে ‘সম্পূর্ণ বন্ধ’ বিবেচনা করতে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ওপরের ও আশপাশের আকাশসীমাকে ‘সম্পূর্ণভাবে বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে এ বিষয়ে তিনি অতিরিক্ত কোনও তথ্য দেননি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ার প্রেক্ষাপটে এ ঘোষণা এলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, সব এয়ারলাইন, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশে বলছি, ভেনেজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন।

ভেনেজুয়েলা সরকার বা তাদের যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরও মন্তব্য করতে রাজি হয়নি।

গত কয়েক মাস ধরে ক্যারিবীয় এলাকায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলছে। পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানেরও অনুমোদন দিয়েছেন। এই সপ্তাহে তিনি সামরিক সদস্যদের বলেছেন, সন্দেহভাজন ভেনেজুয়েলান মাদক পাচারকারীদের ঠেকাতে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থল অভিযান শুরু করবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা এফএএ বড় এয়ারলাইনগুলোকে সতর্ক করে বলেছিল, ভেনেজুয়েলার ওপর দিয়ে উড়তে গেলে বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বাড়তি সামরিক তৎপরতা দেখা যাচ্ছে। এ সতর্কতার পর ভেনেজুয়েলা ছয়টি বড় আন্তর্জাতিক এয়ারলাইনকে ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করেছে। এসব এয়ারলাইন আগেই দেশটিতে ফ্লাইট স্থগিত করেছিল।

মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরে মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ করে আসছে। যা তিনি অস্বীকার করেছেন। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী তা প্রতিরোধ করবে।

এ অঞ্চলে মার্কিন বাহিনী এখন পর্যন্ত মূলত মাদকবিরোধী অভিযানে মনোযোগ দিয়েছে। তবে তাদের যে শক্তি জড়ো করা হয়েছে, তা এসব অভিযানের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে অন্তত ২১টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এসব হামলায় অন্তত ৮৩ জন নিহত হয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin