বাংলাদেশ-চায়না চেম্বারের সভাপতি খোরশেদ আলম

বাংলাদেশ-চায়না চেম্বারের সভাপতি খোরশেদ আলম

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহা. খোরশেদ আলম। তিনি লিটল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টিমেট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক।

সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এক্সটল (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিলুর রহমান।

বিসিসিসিআইয়ের তিন জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চায়না গোল্ডভিউ রিসোর্স কোম্পানির এমডি হান জিংচাও, ইনভেস্টরস সার্ভিস কোম্পানির চেয়ারম্যান এ জেড এম আজিজুর রহমান এবং শ্লিড প্রো ইন্টিগ্রেটেড সিকিউরিটির এমডি জি এম কামরুল ইসলাম।

চার সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইউনিভেঞ্চারস লিমিটেডের এমডি মোহা. হাফিজুর রহমান খান, হুইসিদা ইন্টারন্যাশনাল বিডির এমডি চাও চোংচোং, এআরকে কনসালট্যান্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এমডি খন্দকার আতিকুর রহমান এবং এমথ্রি গ্রুপের স্বত্বাধিকারী মাসুদ আলী খান।

নাজিবা বিজনেস সলিউশনসের চেয়ারপারসন নাসিমা জাহান বিজলী যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

২৪ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এর আগে ৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে মোহা. খোরশেদ আলমের নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

বিসিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সংগঠনের প্রশাসক নারগিস মুরশিদা নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত মার্চে বাণিজ্য মন্ত্রণালয় তাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছিল।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন—ফারহান আহমেদ খান (স্পোর্টস ওয়ার্ল্ড), তালুকদার মো. জাকারিয়া হোসেন (ইউনিয়ন ইনস্যুরেন্স), মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ (ব্লুবেরি করপোরেশন), জিন্নাতুল ইসলাম (হেবেই উইলসন টেক্সটাইল), মোহাম্মদ আমানুর রহমান (ডাইসিন-কেম ইন্ডাস্ট্রিজ), মোহাম্মদ আবদুল্লাহ জাবের (জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস), সেলিমুজ্জামান মোল্লা (এস এস ট্রেড ইন্টারন্যাশনাল), সান পিন (এস এল ইনোভেটিভ ইন্ডাস্ট্রিজ), এ টি এম আলতাফ হোসেন (সেফসি বাংলাদেশ), মো. কামরুজ্জামান (ট্রানস টিম), মো. রাকিবুল হক (হুলং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি), মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (মার্স শিপিং অ্যান্ড লজিস্টিকস), আসিফ হক (সিনোক সেলিং টেকনোলজি) এবং এস এম মুস্তফা জালাল (ট্রায়াম্ফ অ্যাগ্রো)।

বিসিসিসিআই আশা করছে, নতুন নেতৃত্বে বাংলাদেশ-চীন বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠবে।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin