চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার দেওয়া চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক আ. বা. মো. নাহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার প্রফেসরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

বাদীর আইনজীবী রবিউল ইসলাম জানান, ২০১৩ সালের ২৭ মার্চ মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মো. হাম্মাদ আলী। মামলায় তিনি উল্লেখ করেন, রফিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে তার কাছ থেকে কিছুদিনের জন্য ৪০ লাখ টাকা ধার নেন। পরবর্তীকালে টাকা পরিশোধ না করলে তিনি জোর তাগাদা দিতে থাকেন। একপর্যায়ে রফিকুল ইসলাম ১০ লাখ টাকা করে প্রাইম ব্যাংকের চারটি চেক দেন। চেকগুলো সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় জমা করলে উল্লিখিত হিসাবে (অ্যাকাউন্টে) সেই পরিমাণ টাকা না থাকায় সেগুলো প্রত্যাখ্যান করা হয়। পরবর্তীতে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি হাম্মাদ আলী বিএনপি নেতা রফিকুল ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু সন্তোষজনক জবাব না পেয়ে ওই বছরেরই মামলা করেন তিনি।

আইনজীবী রবিউল ইসলাম বলেন, ১২ বছরেরও বেশি সময় পর আদালত মামলাটির রায় দিয়েছেন। রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে উল্লিখিত ৪০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ রায়ে আমরা সন্তুষ্ট।

এ ব্যাপারে রফিকুল ইসলাম বলেন, এটি একটি মিথ্যা মামলা ছিল। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin