নেলসনের স্যাক্সটন ওভালে মাত্র ৩৯ বল (৬.৩ ওভার) খেলা সম্ভব হয়েছে। তার পর বৃষ্টি বাগড়া দেওয়ায় পরিত্যক্ত হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি। তার পরও পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
শুরুতে মিচেল স্যান্টনার টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠান। কিন্তু ইনিংসের দ্বিতীয় বল থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আমির জাঙ্গু সতর্কভাবে ইনিংস শুরু করলেও আলিক আথানেজ কিছুটা আক্রমণাত্মক ছিলেন। কাইল জেমিসনের এক ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ছন্দ খুঁজে পান তিনি। এরপর আরও একটি ছক্কা মেরেছেন। পঞ্চম ওভারের শেষ বলে জাঙ্গু বাউন্ডারি মেরে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন, তখনই নামে প্রথম বৃষ্টি।
প্রায় ৩০ মিনিট বিরতির পর খেলা আবার শুরু হলে দুই বল পর জেমস নিশামের বলে আউট হন আথানেজ। পরের ওভারেই আবার নামে বৃষ্টি। এবার অবশ্য প্রবল বর্ষণ শুরু হলে শেষ পর্যন্ত সেটিই ম্যাচের ইতি টানে।
দল দুটি এখন বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে ডানেডিনে মুখোমুখি হবে।