বৈরুতে বাংলাদশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন

বৈরুতে বাংলাদশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন

লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের স্থানান্তরিত নতুন ভবনে লেবানন প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ রবিবার (২৩ নভেম্বর) সকালে লাল ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাসের স্থানান্তরিত ভাড়াকৃত ভবনের শুভ উদ্বোধন করেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস বৈরুতের উপ-মিশন প্রধান মো. আমিনুল ইসলাম খাঁন এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত লেবানন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে দূতাবাসের সহোযোগিতা অব্যাহত রাখার কথা উল্লেখ করেন। 

রাষ্ট্রদূত তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি প্রদানে অনন্য ভূমিকা পালন করে আসছে।

এ সময় তিনি প্রবাসীদের সেবা প্রদান আরও সহজতর করার লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। বিশেষ করে লেবাননে বাংলাদেশের শ্রম বাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের অধিকার সুরক্ষার লক্ষ্যে বাংলাদেশ ও লেবাননের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদনে গৃহীত অগ্রগতি তুলে ধরেন।

এছাড়া তিনি, দেশের সুনাম বজায় রাখার জন্য লেবাননে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। ঘন্টাব্যাপী এ মতবিনিময় সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে সূরা ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin