ঢাবি প্রশাসন ও ডাকসুর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগে শিক্ষার্থীদের মোনাজাত

ঢাবি প্রশাসন ও ডাকসুর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগে শিক্ষার্থীদের মোনাজাত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (ডাকসু) 'দ্বিচারিতাকারী' অভিহিত করে তাদের শিক্ষার্থীবান্ধব হওয়ার কামনায় মোনাজাত করেছেন একদল শিক্ষার্থী।

 শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে নিরাপদ আবাসনের দাবিতে কাঁথা বালিশ নিয়ে অবস্থান করার সময় তারা এই মোনাজাত করেন।

উপাচার্যের উদ্দেশে মোনাজাতকারী শিক্ষার্থী বলেন, "এই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর গুরু দায়িত্ব আল্লাহ আপনি তাকে দিয়েছেন। এই গুরু দায়িত্ব যাতে তিনি পালন করতে পারেন সেই সব সক্ষমতা তাকে দান করেন।"

ডাকসুকে শিক্ষার্থীদের প্রতিবাদের কন্ঠস্বর হওয়ার কথা ছিল উল্লেখ করে মোনাজাতে তারা বলেন, "কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাকসুর ভিপি মহোদয় সারাদিন ধরে দাঁড়িপাল্লার ভোট চেয়ে সারা দেশভরে ক্যাম্পেইন করে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ঘুমাতে পারছে না, ভয়ের চোটে আতঙ্কের চোটে তারা ভিসি চত্বরে অবস্থান করছে; কিন্তু এতক্ষণ পর্যন্ত ভিপি মহোদয় তো আসতে পারেন নাই, তার কোনও প্রতিনিধিকেও আমাদের সঙ্গে কথা বলার জন্য পাঠাতে পারেন নাই।"

তারা আল্লাহর কাছে ডাকসু প্রতিনিধিদের 'শিক্ষার্থীদের প্রতি সহমর্মী হওয়ার তৌফিক' চেয়ে দাবি জানান। তারা আল্লাহর কাছে সারা বাংলাদেশের সব শ্রেণীপেশার মানুষের নিরাপত্তাও প্রার্থনা করেন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin