কুড়িগ্রামের চিলমারী উপজেলা বিএনপির বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক সদস্য পদ ফিরে পাওয়া দুই বিএনপি নেতা হলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ হোসেন পাখী ও সদস্য আব্দুল মতিন শিরিন। তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে শুধুমাত্র প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটির পদ ফিরে পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়নি।
এর আগে দলীয় আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকা এবং যুবদল নেতার ওপর হামলা করে গুরুতর জখম করার অভিযোগে গত ৪ জুলাই উপজেলা বিএনপির ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। প্রায় সাড়ে চার মাস পর তাদেরকে দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নিলো বিএনপি।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারবেন।’