যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম প্রক্রিয়া স্থগিত

যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম প্রক্রিয়া স্থগিত

যুক্তরাষ্ট্র সব ধরনের আশ্রয়ের আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত রেখেছে। ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে এ খবর জানা গেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে এডলো বলেন, প্রতিটি বিদেশি নাগরিককে চূড়ান্ত যাচাই নিশ্চিতের আগ পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করছে। তার কয়েক ঘণ্টা পরই ইউএসসিআইএস এর এই নির্দেশনা আসে।

বুধবারের গুলিবর্ষণের দায় একজন আফগান নাগরিকের ওপর দেওয়া হয়েছে। ওই ঘটনায় আহত এক ন্যাশনাল গার্ড সদস্য বৃহস্পতিবার মারা যান।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের আওতাধীন ইউএসসিআইএস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কোনও দেশের আশ্রয় আবেদন অনুমোদন অথবা বাতিল না করেন।

নির্দেশনায় বলা ছিল, সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে পৌঁছালে থামুন এবং অপেক্ষা করুন।

শুক্রবারের নির্দেশনা ও ট্রাম্পের আগের মন্তব্য—উভয় ক্ষেত্রেই বিস্তারিত এখনও স্পষ্ট নয়।

ট্রাম্প কোন কোন দেশকে লক্ষ্য করে এই পদক্ষেপ নিতে চান, তা তিনি উল্লেখ করেননি। এমন সিদ্ধান্ত আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং ইতোমধ্যেই জাতিসংঘের বিভিন্ন সংস্থা এই অবস্থানের বিরুদ্ধে উদ্বেগ জানিয়েছে।

বুধবারের প্রাণঘাতী হামলার পর এসব ঘোষণা আসে, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসননীতিতে আরও কঠোর অবস্থানকেই নির্দেশ করে।

এ ছাড়া, ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে ফেরত পাঠানো, শরণার্থী পুনর্বাসনের বার্ষিক সংখ্যা কাটছাঁট করা এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সবার স্বয়ংক্রিয় নাগরিকত্ব অধিকার বাতিলেরও পদক্ষেপ নিয়েছেন।

বুধবারের হামলার পর তিনি প্রতিশ্রুতি দেন, যুক্তরাষ্ট্রে “যে কোনও দেশ থেকে আগত এবং এখানে থাকার অধিকার নেই এমন” বিদেশিদের থেকে বের করে দেওয়া হবে। একই দিনে আফগানদের সকল অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়, ইউএসসিআইএস জানায় এটি “নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়ার পর্যালোচনার” জন্য নেওয়া সিদ্ধান্ত।

বৃহস্পতিবার ইউএসসিআইএস জানায়, তারা ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী ব্যক্তিদের ইস্যু করা গ্রিন কার্ড পুনরায় পরীক্ষা করবে। এ নির্দেশনায় বুধবারের গুলির ঘটনার উল্লেখ ছিল না।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin