যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত 

যশোর: ট্রাকের ধাক্কায় যশোরের অভয়নগরে আবুল কালাম খান (৫৫) নামে‌ একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে যশোর খুলনা মহাসড়কের আলীপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম খান উপজেলার প্রেমবাগ চাপাতলার মৃত ইনসার আলী খানের ছেলে।

নিহতের ফুফাতো ভাই শহিদুল ইসলাম জানান, আবুল কালাম খান সকালে সবজি ক্ষেত থেকে ২০ কেজি পটল নিয়ে সাইকেলযোগে নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান সবুজ তাকে মৃত ঘোষণা করেন।  

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin