যশোর আদালতে প্রক্সি হাজিরা দেওয়া ভাগ্নেসহ মামার বিরুদ্ধে মামলা

যশোর আদালতে প্রক্সি হাজিরা দেওয়া ভাগ্নেসহ মামার বিরুদ্ধে মামলা

যশোর: প্রবাসী মামার নামে ভাগ্নের আদালতে হাজিরা দেওয়ার ঘটনায় দুজনের বিরুদ্ধেই মামলা হয়েছে। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন বৃহস্পতিবার (১৮ অক্টোবর) কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন-মামা যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মন্টুর ছেলে হাসান (৪৪) এবং তার ভাগ্নে একই গ্রামের জমসেদ আলীর ছেলে শামীম আহমেদ (২৭)।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলায় ভাগ্নে কারাগারে রয়েছে। মামা পলাতক। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, তিনি বিদেশে অবস্থান করছেন। তদন্ত করে বিষয়টি জানা যাবে। ’  

মামলা বলা হয়েছে, যশোর আর্মি মেডিকেল কলেজের এক শিক্ষার্থী দম্পতির বাড়িতে গিয়ে চাঁদাবাজি, হামলা, মারধর ও লুটপাটের ঘটনায় ২০২৪ সালের ৯ নভেম্বর কোতোয়ালি থানায় সাতজনের নামে মামলা হয়। ওই মামলার পাঁচ নম্বর আসামি হাসান।  

গত ২১ অক্টোবর বেলা ১২টার দিকে আসামি শামীম আহমেদ নিজের নাম গোপন রেখে মামা হাসানের পরিচয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানার আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

ওইদিন সন্ধ্যায় কোর্ট পুলিশ শামীমকে কারাগারে নিয়ে যাওয়ার পর কারাগারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও তথ্য যাচাইয়ের সময় কর্তৃপক্ষ তার কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট যাচাই করলে জানা যায়, সে প্রকৃতপক্ষে হাসান নয়, বরং তার ভাগ্নে শামীম আহমেদ।  

তদন্তে আরো জানা যায়, আসামি হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তার পরিবর্তে ভাগ্নে শামীম নিজেকে মামা হাসান পরিচয়ে আদালতে হাজিরা দিয়ে জামিনের প্রার্থণা করেছিলেন। পরবর্তীতে শামীম নিজেই জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন।  

এ ঘটনার পর সিনিয়র জেল সুপার আবিদ আহমেদ লিখিতভাবে বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতকে জানান। এর ভিত্তিতে বেঞ্চ সহকারী মোজাফফর হোসেন প্রতারণা ও জালজালিয়াতির অভিযোগে হাসান ও শামীমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।  

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin