ফিলিস্তিনের পক্ষে সরব স্প্যানিশ ফুটবলার

ফিলিস্তিনের পক্ষে সরব স্প্যানিশ ফুটবলার

স্পেনের আন্তর্জাতিক ফুটবলার ও সেল্তা ভিগোর ফরোয়ার্ড বোরহা ইগলেসিয়াস প্রকাশ্যে মত দিয়েছেন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন নিয়ে। একইসঙ্গে তিনি মন্তব্য করেছেন স্পেনের সাইক্লিং প্রতিযোগিতা ভুয়েলতা আ এস্পানায় চলমান বিক্ষোভ প্রসঙ্গে।

প্রতিযোগিতার শুরু থেকেই বাস্ক অঞ্চলে এবং পরে স্পেনের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রতিবাদকারীরা বারবার ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন এবং সরাসরি টার্গেট করেছেন সাইক্লিং টিম ইসরায়েল-প্রিমিয়ার টেক (আইপিটি)-কে। দলটির মালিক প্রকাশ্যে গাজার ওপর ইসরায়েলি হামলার সমর্থন করেছেন এবং তাদের প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ কারণে আইপিটি তাদের নাম লুকিয়ে রাখতে নতুন জার্সি ব্যবহার করছে। তবে দলের কয়েকজন রাইডার নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি ধাপ সংক্ষিপ্ত করা হয়েছে এবং সপ্তাহান্তে মাদ্রিদে শেষ ধাপ ঘিরে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন হবে।

এই ইস্যুতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইগলেসিয়াস বলেন, ‘আমরা কিভাবে একটি খেলাধুলার ইভেন্ট থেমে যাওয়াকে গণহত্যার চেয়ে বড় বিষয় বানাই, তা আমার বোধগম্য নয়। মানবাধিকার নিশ্চিত করা জরুরি, অথচ তা প্রায়ই লঙ্ঘিত হয়। ’

স্পেন সরকার এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন।

ইগলেসিয়াস পূর্বেও সামাজিক নানা ইস্যুতে সরব ছিলেন—সমকামী অধিকারের পক্ষে নখে রঙ করা কিংবা স্পেন নারী ফুটবল দলের প্রতি ফেডারেশনের আচরণের প্রতিবাদে জাতীয় দলের জার্সি ছাড়ার হুমকি দিয়েছিলেন তিনি।

অন্যদিকে, ভিয়ারিয়ালের নতুন সাইনিং ইসরায়েলি খেলোয়াড় ম্যানর সলোমন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা বোমাবর্ষণের সমর্থন জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি শুধু বলেছেন, ‘আমি এখানে রাজনীতি নিয়ে কথা বলতে আসিনি। ’

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin