ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। শনিবার (২২ নভেম্বর) দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত সপ্তাহে মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিলিমিটারের বেশি (৭৪.৮ ইঞ্চি) বৃষ্টি হয়েছে। অঞ্চলটি ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী এলাকা এবং জনপ্রিয় সমুদ্রসৈকতের জন্য পরিচিত হলেও ঝড় ও বন্যার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মৃতদের প্রায় অর্ধেকই ডাক লাক প্রদেশের; সেখানে ২৭ জন মারা গেছেন। খানহ হোয়া প্রদেশে মৃত্যু হয়েছে ১৪ জনের।
সরকারের হিসাব অনুযায়ী, এই বন্যার কারণে এখন পর্যন্ত প্রায় ৩৪১ মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
ভিয়েতনামের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ২ লাখ ৩৫ হাজারের বেশি বাড়ি পানিতে তলিয়ে গেছে এবং ৮০ হাজার হেক্টরের কাছাকাছি ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।