ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, ইরানের বিশ্বকাপ ড্র বয়কটের সিদ্ধান্ত

ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, ইরানের বিশ্বকাপ ড্র বয়কটের সিদ্ধান্ত

ভিসা ইস্যুতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তাদের প্রতিনিধি দলের কাউকেই ভিসা দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র! যার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এমন তথ্য জানিয়েছে।

আইআরএনএ ইরানি ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির-মাহদি আলাভির বরাত দিয়ে জানিয়েছে, কর্মকর্তাদের যেসব ভিসা–জটিলতার মুখোমুখি হতে হয়েছে, তা ক্রীড়া–সংক্রান্ত বিষয়কেও ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউজ অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। 

আলাভি জানান, তাদের ফেডারেশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিফাকে বিষয়টি জানিয়েছিল এবং তারা আশা করেছিল, সংস্থাটি সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই ব্যাপারে কোনও ধরনের মন্তব্য করেনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জুনেই ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে, যার তালিকায় ছিল ইরান। তালিকায় হাইতিও ছিল। যারা গত সপ্তাহেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

তবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, বিশ্বকাপ, অলিম্পিক বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত অন্য যে কোনও বড় ক্রীড়া আসরে অংশ নিতে যাওয়া ক্রীড়াবিদ, দলের সদস্য, কোচ এবং তাদের নিকটাত্মীয়দের জন্য এক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। কিন্তু এই ছাড়ের বিষয়টি ড্র অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা স্পষ্ট নয়। আগামী ৫ ডিসেম্বর কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র।

 

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin