‘ভারতের কারণে আমরা বারবার ব্যাহত হয়েছি’

‘ভারতের কারণে আমরা বারবার ব্যাহত হয়েছি’

সিলেট: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক পার্শ্ববর্তী দেশ ভারতের হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, ভারতের কারণে আমরা বারবার ব্যাহত হয়েছি। তাই দেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, দেশে একটি সত্যিকারের নির্বাচন দরকার, আর সে লক্ষ্যে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।

শনিবার (৪ অক্টোবর) সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহান দা.বা. উপস্থিত ছিলেন।

এম এ মালিক বলেন, আমাদের নেত্রী অসুস্থ আছেন, তার জন্য দোয়া করুন। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তার জন্যও দোয়া করুন। আমাদের সবার দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা সিলেটের গর্বের প্রতিষ্ঠান উল্লেখ করে বলেন, দলীয় চেয়ারপারসন আমাদের নির্দেশ দিয়েছেন, মানুষের সেবা করতে। আমি সেই কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, তাতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ যুক্ত করেছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি। দেশের কল্যাণে, মানুষের সেবায়, আল্লাহর ওপর ভরসা রেখেই এগিয়ে যেতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে এম এ মালিক বলেন, আমি আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকতে চাই। আমাদের চেয়ারম্যান তারেক রহমান আপনাদের প্রতি শুভেচ্ছা ও সালাম জানিয়েছেন।

এনইউ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin