যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ট্যাংক-বিধ্বংসী জ্যাভলিন মিসাইল সিস্টেম ও এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি গোলা ভারতের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানায়, অস্ত্রগুলোর মোট মূল্য ৯ কোটি ৩০ লাখ ডলারের বেশি।
আগস্টে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরুর পর ওয়াশিংটনের ফরেন মিলিটারি সেলস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারতের এটাই প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়। ওই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ তেল কেনার দায়ে ভারতীয় পণ্যে শুল্ক ৫০ শতাংশে উন্নীত করেছিলেন।
এ মাসের শুরুর দিকে ভারত জেনারেল ইলেকট্রিক নির্মিত যুদ্ধবিমান ইঞ্জিনের নতুন অর্ডার দিয়েছে, যা দেশীয় তৈরি তেজস যুদ্ধবিমানকে শক্তি জোগাবে।
ডিএসসিএ বলেছে, প্রস্তাবিত এই বিক্রি যুক্তরাষ্ট্র–ভারত কৌশলগত সম্পর্ক জোরদার করবে এবং ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একটি বড় প্রতিরক্ষা অংশীদারের নিরাপত্তা বাড়াবে। ভারত ২১৬টি এক্সক্যালিবার প্রক্টাইল এবং ১০০টি জ্যাভলিন সিস্টেম কিনতে চেয়েছে। এম-৭৭৭ হাউইটজার বন্দুকে ভারত ইতোমধ্যে এক্সক্যালিবার গোলা ব্যবহার করে।
ডিএসসিএ জানিয়েছে, বিক্রির প্রধান ঠিকাদার হবে আরটিএক্স করপোরেশন, যারা এক্সক্যালিবার প্রক্টাইল তৈরি করে। জ্যাভলিন সিস্টেমের ক্ষেত্রে ঠিকাদার হবে আরটিএক্স ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগ।