তোরেসের জোড়া গোলে বার্সার জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা

তোরেসের জোড়া গোলে বার্সার জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা

স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গেটাফে’কে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান দুইয়ে কমিয়ে এনেছে কাতালানরা।

রোববার (২১ সেপ্টেম্বর) এস্তাদিও জোহান ক্রুইফে প্রতিপক্ষকে আতিথ্য দেয় বার্সা।

এদিন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে বার্সা। একের পর এক আক্রমণে গেটাফের রক্ষণের পরীক্ষা নিতে থাকে তারা।

ম্যাচের ১৫তম মিনিটে দানি ওলমোর ব্যাক হিল থেকে ডেড লক ভাঙেন ফেরান তোরেস। ৩৪ মিনিটে ফের ব্যবধান বাড়ান এ ফরওয়ার্ড। রাফিনিয়ার পাসে বক্সের বাইরে থেকে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তোরেস। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বার্সা। আর ৬২ মিনিটে গেটাফের কফিনে শেষ পেরেক ঠুকে বার্সেলোনার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন দানি ওলমো।

উল্লেখ্য, লিগে সবশেষ দুই ম্যাচে ৯ গোল করার পাশাপাশি জাল অক্ষত রাখল বার্সেলোনা। সব মিলিয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্লাঙ্কোসরা।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

ফের ইনজুরিতে রুডিগার JamunaTV | ফুটবল

ফের ইনজুরিতে রুডিগার

আবারও ইজনুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin