ফের ইনজুরিতে রুডিগার

ফের ইনজুরিতে রুডিগার

আবারও ইজনুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এই জার্মানকে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য পরীক্ষায় রুডিগারের বাম পায়ের রেকটাস পেশিতে ইনজুরি ধরা পড়ে। যার কারণে আপাততো দল থেকে বাইরে আছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট মারাত্মক এবং তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে প্রায় তিন মাস। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত দুই মাস খেলতে পারবেন না তিনি। তবে এএস ও মার্কার তথ্য অনুযায়ী, পুরোপুরি সুস্থ হতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে, যা প্রায় আড়াই থেকে তিন মাসের সমান।

রিয়াল কোচ জাবি আলোনসোর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বড় ধাক্কা। ৩২ বছর বয়সী রুডিগার মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত একটিমাত্র ম্যাচ খেলেছেন। গত মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করেও রিয়ালের হয়ে ৫৫ ম্যাচ খেলেছিলেন তিনি।

রিয়াল জানিয়েছে, আঘাতের জায়গায় ফোলাভাব কমলে রুডিগারের আরও কিছু পরীক্ষা করা হবে। এরপরই স্পষ্ট হবে তার মাঠে ফেরার সময়সীমা। তবে ক্লাব মনে করছে, ডিসেম্বরের আগে তাকে পাওয়া যাবে না।

রুডিগারের অনুপস্থিতি রিয়ালের রক্ষণে বড় ফাঁক তৈরি করবে। সামনে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ, এরপর মঙ্গলবার শুরু হবে চ্যাম্পিয়নস লিগ অভিযান মার্শেইয়ের বিপক্ষে। সেপ্টেম্বরের শেষ দিকে মাদ্রিদ ডার্বি এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাচ্ছে না ক্লাবটি। রক্ষণে দাভিদ আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হাউসেন থাকলেও অভিজ্ঞতায় রুডিগারের বিকল্প নেই।

সবশেষ এপ্রিল মাসে রুডিগারের বাম পায়ে অস্ত্রোপচার হয়। দুই মাস মাঠের বাইরে থাকার পর জুন মাসে জার্মানির হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে নামে এই ডিফেন্ডার। কিন্তু নতুন মৌসুম শুরু হতে না হতেই ফের ইজুরিতে পরলেন তিনি।

/এমএইচআর

Comments

0 total

Be the first to comment.

তোরেসের জোড়া গোলে বার্সার জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা JamunaTV | ফুটবল

তোরেসের জোড়া গোলে বার্সার জয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল কাতালানরা

স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। গেটাফে’কে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেব...

Sep 22, 2025

More from this User

View all posts by admin