গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. আল-আমিন বাবু (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল-আমিন একটি দোকানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩।
এর আগে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন ফায়ার ফাইটেরের মৃত্যু হয়েছে। তারা হলেন, শামীম আহমেদ (৪০) ও নুরুল হুদা।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের চারজনসহ কয়েকজন আহত হন।
/আরএইচ