তিসি দিয়ে কীভাবে বানাবেন প্রাকৃতিক বোটক্স জেল, যা ত্বকে আনবে তারুণ্য

তিসি দিয়ে কীভাবে বানাবেন প্রাকৃতিক বোটক্স জেল, যা ত্বকে আনবে তারুণ্য

১-২ কাপ পানিতে ২ চা চামচ তিসি নিন।

১৫ মিনিট জ্বাল দিন।

মিশ্রণটি ভালোভাবে ছেঁকে নিন।

মসৃণ জেলটি একটি পরিষ্কার বাটিতে রাখুন।

মুখে লাগানোর আগে জেলটি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা হতে দিন।

প্রথমে ভালোভাবে মুখ পরিষ্কার করুন, যাতে ময়লা ও তেল দূর হয় এবং জেলটি সহজে শোষিত হয়।

জেলটি পুরো মুখে লাগিয়ে নিন। গলায়ও লাগাতে পারেন।

১৫-২০ মিনিট রেখে দিন, যাতে ত্বকে টান টান হয়ে আসে এবং ত্বককে আর্দ্র রাখে।

১৫-২০ মিনিট পর দেখবেন, ত্বক ফেসমাস্কের মতো টান টান হয়ে গেছে। তখন হালকা গরম পানি দিয়ে ধীরেসুস্থে ধুয়ে ফেলুন এবং মুখ মুছে নিন।

সপ্তাহে ২-৩ বার এই জেল ব্যবহার করলে চোখে পড়ার মতো টান টান ভাব ও তারুণ্যদীপ্ত উজ্জ্বলতা পাবেন।

হ্যাঁ, সংরক্ষণ করা যাবে। ব্যবহার করার পর অবশিষ্ট জেল ফ্রিজে রেখে দিন এবং এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

সূত্র: এমএসএন

ফ্ল্যাক্সসিড বা তিসিকে বলা হয় ‘প্রাকৃতিক বোটক্স’। এটি ত্বককে প্রাকৃতিকভাবে টান টান ও তারুণ্যদীপ্ত রাখে। বয়সের সঙ্গে সঙ্গে ত্বক কুঁচকে যায়, বলিরেখা পড়ে, শুষ্ক হয়ে পড়ে কিংবা ব্রণের মতো সমস্যা দূর করতে অনেকেই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ বোটক্স ইনজেকশনের শরণাপন্ন হন। কিন্তু ঘরে তৈরি তিসির বোটক্স জেল একেবারেই ভিন্ন, এতে নেই কোনো কেমিক্যাল বা সুচের যন্ত্রণা। তিসিতে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রদাহনাশক উপাদান এবং এর গঠন প্রাকৃতিকভাবেই জেল–জাতীয়। ফলে তিসি ত্বককে আর্দ্র রাখে, বলিরেখা হালকা করে এবং ব্রণ কমাতে সাহায্য করে। তিসি দিয়ে সহজেই বোটক্স বানানোর উপায় জেনে রাখুন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin