বিতর্ক আর রোমাঞ্চে ঠাসা এশিয়া কাপের যবনিকাপাত হয়েছে। অপরাজিত থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে সুরিয়া কুমার ইয়াদভের দল। প্রাইজমানি বাড়ায় এবারের এশিয়া কাপ আসরে বেশি অর্থ পেতে চলেছে চ্যাম্পিয়ন ভারতসহ অন্যান্য দলগুলো।
আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন দল হিসেবে ৩ লাখ ডলার প্রাইজ মানি পাবে ভারত। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা পাবে।
অপরদিকে, রানার্সআপ পাকিস্তান পাবে ১ কোটি ৮০ লাখ টাকা। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাবে ৬০ লাখ টাকা ও চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ৪০ লাখ টাকা।
৪১ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচটি জেতায় ভারতীয় ক্রিকেটারদের জন্য ২৮ কোটি ৬৬ লাখ টাকার বিশাল পুরুস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা অনেক বেড়েছে।
/এএম