টিকটকের স্টেম ফিড: সবার জন্য শেখার একটি প্ল্যাটফর্ম

টিকটকের স্টেম ফিড: সবার জন্য শেখার একটি প্ল্যাটফর্ম

গ্লোবাল শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য চালু করেছে ‘স্টেম ফিড’ ফিচার। টিকটকে সৃজনশীল এবং শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে স্টেম ফিড কিভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন টিকটকের দক্ষিণ-এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড, উমেইস নাভিদ।

তিনি বলেন, অনেকেই কেবল বিনোদনের জন্য টিকটক ব্যবহার করে থাকলেও স্টেম ফিড অচিরেই ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। কারণ সহজ ও স্থানীয় ভাষায় বিষয়গুলো তুলে ধরার সুযোগ থাকায় ক্রিয়েটররা উৎসাহী হচ্ছে। এতে শিক্ষামূলক কনটেন্টও আনন্দদায়ক হয়, আর নতুন দর্শকরাও মজার সাথে শেখার চেষ্টা করতে আগ্রহী হয়।

উমেইস নাভিদ আরও বলেন, স্টেম ফিড চালু করার মূল কারণ হলো বিনোদনের পাশাপাশি শেখার বিষয়গুলোও পৌঁছে দেওয়া, এবং শিক্ষার্থীরাও যেন নিজেদের জায়গা থেকে সহজে শিখতে পারে। তবে এর মানে এই নয় যে টিকটক বিনোদন থেকে সরে যাচ্ছে। টিকটক কমিউনিটির শেখার জন্য আমরা স্টেম ফিডের এমন একটি নতুন দিক খুলে দিচ্ছি যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল আর গণিত (STEM) বিষয়ক নির্ভরযোগ্য কনটেন্ট এক জায়গায় থাকবে। আর এই কনটেন্টগুলো যেন সবাই সহজে খুঁজে পায় এবং উপভোগ করতে পারে।

তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য স্টেম সহায়ক ভূমিকা পালন করবে। কনটেন্ট ক্রিয়েটরদের পাশে টিকটক সবসময় থাকার চেষ্টা করে যেন তারা প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন অনুসরণ করে সঠিকভাবে শেখাতে পারে এবং নিয়মিত কনটেন্ট তৈরি করতে পারে। যে ক্রিয়েটররা স্টেম সম্পর্কিত শিক্ষামূলক বিষয়গুলো তুলে ধরতে চায়, তাদের জন্য স্টেম ফিড একটি বিশেষ জায়গা হিসেবে সুবিধা দিবে। এখানে তাদের কনটেন্ট সহজে খুঁজে পাওয়া যাবে। এছাড়া, আমাদের ক্রিয়েটর ওয়ার্কশপ এবং কনটেন্ট এডিটিংয়ের ফিচারগুলো স্টেম কনটেন্ট তৈরিকে সহজ করবে। আমরা চাই একজন আত্মবিশ্বাসী শিক্ষার্থী কিংবা একজন কৌতূহলী শিক্ষার্থী, সকলকে স্টেম ফিডে যুক্ত করতে। একইসাথে সবাই যেন প্রয়োজনীয় এবং সঠিক শিক্ষালাভ করতে পারে।

শর্ট-ফর্ম ভিডিও দিয়ে কি জটিল বিষয়গুলোকে সহজে তুলে ধরা সম্ভব এমন প্রশ্নের উত্তরে উমেইস বলেন, দীর্ঘ বা গভীর বিষয়বস্তুগুলো ছোট ভিডিও আকারে প্রকাশ করলে সেটি সহজে বোঝা যায়। যেসব বিষয় বুঝতে বেশি সময়ের প্রয়োজন, সেসবের জন্য টিকটক ১০ মিনিট পর্যন্ত ভিডিও করার সুযোগ দেয়। একইসাথে ধারাবাহিক সিরিজ, প্লেলিস্ট এবং পিন করা রেফারেন্সের সুবিধাও থাকে। আমরা চেষ্টা করি সংক্ষিপ্ত ব্যাখ্যা, স্পষ্ট ভিজ্যুয়াল এবং ক্যাপশনে সোর্স দেখাতে, যেন ভিউয়াররা প্রথমবার কনটেন্টটি দেখার পর আরও গভীরভাবে বিষয়টি বুঝতে পারেন।

তিনি আরও বলেন, স্টেম ফিডে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা কমিউনিটি গাইডলাইন, বয়স অনুযায়ী সুরক্ষা, কনটেন্ট যাচাইকরণ, শিক্ষামূলক কনটেন্টে লেবেল এবং রিপোর্টিং টুল ব্যবহার করি। এছাড়া, টিকটকে স্থানীয় ভাষায় মডারেশন এবং ক্রিয়েটরদের জন্য গাইডলাইন প্রদান করা হয় যার মাধ্যমে কনটেন্টের সত্যতা ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করা হয়। এছাড়া, অভিভাবক ও শিক্ষকরা বিল্ট-ইন কন্ট্রোল ব্যবহার করে স্ক্রিন টাইম এবং কনটেন্ট সেটিংসও নিয়ন্ত্রণ করতে পারেন।

স্টেম কনটেন্ট ক্রিয়েটরদের পরামর্শ হিসেবে উমেইস আরও বলেন, আপনি যে বিষয়টি ভালো জানেন তা বেছে নিন। কেবল একটি মাত্র বিষয় দিয়ে শুরু করুন। সাধারণ বাংলা বা আপনার দর্শকের সুবিধাজনক ভাষায় সহজভাবে বোঝান। স্পষ্ট ভিজ্যুয়াল ব্যবহার করুন, ক্যাপশনে তথ্যের সোর্স দেখান এবং পরবর্তী কনটেন্টের জন্য প্রশ্ন করতে উৎসাহিত করুন। আর নিয়মিতভাবে কাজ করুন। সৃজনশীলভাবে শেখালে দর্শকরা শিক্ষার্থী হয়ে যায়, আর শিক্ষার্থীরা একত্রে হয়ে উঠে একটি শক্তিশালী কমিউনিটি।

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025

More from this User

View all posts by admin