বাউলশিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বাউলশিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বাংলা বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আবরার শাহরিয়ারের সঞ্চালনায় শিক্ষার্থীরা এ মিছিলে অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, ৯০ শতাংশ মুসলমানের দেশে আমরা সব ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পাঁয়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, ‘মহান আল্লাহর শানে যারা বেয়াদবি করে, কটূক্তি করে তাদের কখনও কোনও ধর্ম থাকতে পারে না। তারা কখনও বাউলের বেশে কখনও শিক্ষকের বেশে আবার কখনও রিকশাওয়ালার বেশে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আমরা মনে করি, এটা আসলে কাকতালীয় নয় বরং এদের পরিকল্পিতভাবে করা হচ্ছে। এটি রোধে ব্লাসফেমি আইন প্রণয়নের দাবি জানাচ্ছি আমরা।’

প্রসঙ্গত, মানিকগঞ্জের ঘিওরের এক ইমামের করা ধর্ম অবমাননার মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে গত বৃহস্পতিবার গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরপর গত রবিবার তার অনুসারীরা প্রতিবাদ কর্মসূচি পালনের সময় ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালান। এতে অন্তত চার জন বাউলভক্ত আহত হন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin