টানা ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

টানা ৯ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয়দিন বন্ধ থাকবে ত্রি-দেশীয় বাণিজ্য কেন্দ্র খ্যাত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।

স্থলবন্দর কার্যালয় ও ব্যবসায়ীরা জানান, দুর্গাপূজার ছুটি উপলক্ষে পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের কোচবিহার রাজ্যের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের সব ব্যবসায়িক সংগঠনের নেতারা বিশেষ সভা করেন। সভায় সর্বসম্মতিক্রমে সাপ্তাহিক ছুটিসহ টানা নয় দিন এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী উভয় দেশের সব ব্যবসায়ী ও সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো হয় এবং একটি কপি বুড়িমারী স্থলবন্দর কার্যালয়ের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে শুক্রবারের (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা নয় দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।

এ সময়ে উভয় স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আশরাফুল ইসলাম।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে উভয় স্থলবন্দরের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী টানা নয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৫ অক্টোবর থেকে পুরোদমে কার্যক্রম চালু হবে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা সাপ্তাহিক ছুটিসহ নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়ে চিঠি দিয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনও একই ধরনের চিঠি দিয়েছে। তবে সরকারি ছুটির দিন ছাড়া শুল্ক দপ্তরের কার্যক্রম সচল থাকবে। এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin