স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ১৬ হাজার ছাড়ালো

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ১৬ হাজার ছাড়ালো

ফাইল ছবি।

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবারা ভরিপ্রতি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এখন দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন করে দাম বৃদ্ধির তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বুধবার (১৫ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হবে।

আজ মঙ্গলবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ  ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম বাড়েনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া JamunaTV | অর্থনীতি

কাঁচা মরিচের দাম ছাড়িয়েছে ৩শ’, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি, মাছের বাজারও চড়া

পূঁজা উপলক্ষ্যে টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন অনেকে। এর সাথে শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে বৃষ্টি। এই দু...

Oct 03, 2025

More from this User

View all posts by admin