সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই: চসিক মেয়র

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই: চসিক মেয়র

চট্টগ্রাম: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই স্লোগানকে সামনে রেখে নগরের তামাকুমন্ডি লেইন বণিক সমিতির উদ্যোগে দ্বিতীয়বারের মতো রাত্রিকালীন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

 সোমবার (১৩ অক্টোবর) রাতে নগরের মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ মাঠে তামাকুমন্ডি লেইনে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম–১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান এবং জামায়াতের কোতোয়ালী থানার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য জামাল আহমদ ও আব্দুর রহিম, সাবেক সভাপতি আব্দুল খালেক ও মোহাম্মদ আবু তালেব, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক আজম এমএ, সহসভাপতি মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, সহসাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক শওকত আজিজ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল জলিল, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ধর্মীয় সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিনসহ নির্বাহী সদস্য মিনহাজুল আবেদীন, আব্দুস ছফুর নয়ন ও মোহাম্মদ সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন বলেন, সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার চর্চা অপরিহার্য।

অতিথিরা বলেন, ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করতে এবং শারীরিক–মানসিক সুস্থতা বজায় রাখতে এমন ক্রীড়া আয়োজন প্রশংসনীয়।  

এমআই/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin