প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর: ২ ওভারে ৫/১ (স্টার্লিং ১*, কারমাইকেল ৪*; বালবার্নি ০)
টসে হেরে ফিল্ডিংয়ে নামলেও প্রথম ওভারের চতুর্থ বলেই আঘাত হেনেছেন পেসার হাসান মাহমুদ। তার বলে এলবিডাব্লিউ হয়েছেন ওপেনার ও অধিনায়ক অ্যান্ডি বালবার্নি (০)। তিনি রিভিউ নিয়েও অবশ্য রক্ষা পাননি। আয়ারল্যান্ড প্রথম উইকেট হারায় শূন্য রানে।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিলেটে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড।
২০১৭ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে এটি আইরিশদের মাত্র একাদশতম টেস্ট। এর আগে তারা তিনটি জিতেছে, হেরেছে সাতটি। এই সিরিজ দিয়ে ইতিহাসে মাত্র দ্বিতীয়বার তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। এর আগেরবার ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ তারা বাংলাদেশে মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে। সেখানে তারা চার দিনের মধ্যেই হেরে যায়। তবে সেই পরাজয়ের পর আয়ারল্যান্ড আরও ছয়টি টেস্ট খেলেছে, যার মধ্যে সাম্প্রতিক তিনটিতেই জয় পেয়েছে তারা।
একাদশে কারা:
বাংলাদেশের হয়ে বামহাতি স্পিনার হাসান মুরাদের টেস্ট অভিষেক হচ্ছে আজ। এর আগে শুধু টি-টোয়েন্টিতে খেলেছেন।
আইরিশ দলেও অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন জর্ডান নিল ও কেড কারমাইকেল। আইরিশদের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেক হচ্ছে জর্ডানের।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রাহিদ রানা ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকান (উইকেট), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়াং