সুনামগঞ্জের দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী সোনার বাংলা পাবলিক হাই স্কুল এর প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামাতের আমির ড. হারুনুর রশিদ ধরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ইউপি সদস্য কামরুল ইসলাম।

এছাড়া সোনার বাংলা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক কবির মাস্টার, বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন মুন্সি এবং সমাজসেবক মনির হোসেনসহ এলাকার নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচী মূলত পরিবেশ রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং গাছের গুরুত্বের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন মুন্সি বলেন, বৃক্ষরোপণ শুধু একদিনের কাজ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী রেখে যাওয়া।

এছাড়াও প্রধান অতিথি ডা. হারুনুর রশিদ ধরার তার বক্তব্যে বলেন, বৃক্ষ আমাদের জীবনকে সুস্থ রাখে, তাই সব জায়গায় বেশি বেশি গাছ লাগানো উচিত। যদি সবাই একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় কাজ করে, তবে আমরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ পেতে পারি।

এই বৃক্ষরোপণ কার্যক্রমে স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানায়, গাছ লাগানো তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা এবং এটি তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা  জাগিয়ে তুলেছে।   সোনার বাংলা হাই স্কুলের প্রধান শিক্ষক  মাস্টার বলেন, আমরা এই কর্মসূচীটি শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করার জন্য আয়োজিত করেছি। তারা যখন নিজের হাতে গাছ লাগাবে, তখন তারা পরিবেশের গুরুত্ব বুঝতে পারবে।

ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন , এ ধরনের কর্মসূচী আমাদের এলাকার পরিবেশের উন্নতিতে সাহায্য করবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দেবে।

এনডি

Comments

0 total

Be the first to comment.

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin