নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার দপ্তর সম্পাদক মো. জুলফিকার আলী হায়দার।

তিনি নবায়নযোগ্য জ্বালানির বিভিন্ন দিক, যেমন—সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ-এর প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের বোঝান যে, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবেলা করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো কতটা জরুরি।   জ্বালানি রূপান্তর, ক্যাব যুব সংসদ রাজশাহী জেলা শাখার একজন প্রতিনিধিও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, যিনি নবায়নযোগ্য জ্বালানির টেকসই ব্যবহার এবং এর অর্থনৈতিক সুবিধা নিয়ে আলোকপাত করেন।  

তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির সঠিক ব্যবহার পরিবেশ রক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরি করতেও সাহায্য করতে পারে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. পিয়াস আহমেদ সিয়াম এবং কার্যনির্বাহী সদস্য নুরে হাবিব সিদ্দিকী। তারাও এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বার্তা দেন। নিউ গভ. ডিগ্রি কলেজের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাফিদ আহমেদ, যিনি এই ধরনের শিক্ষামূলক কার্যক্রমের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশ নিয়ে তাদের কৌতূহল থেকে বিভিন্ন প্রশ্ন করে। বক্তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রতিটি প্রশ্নের উত্তর দেন এবং শিক্ষার্থীদের মাঝে এই বিষয়ে আরো জানার আগ্রহ তৈরি করেন। এই আলোচনা সভাটি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।

এনডি

Comments

0 total

Be the first to comment.

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ

‘মাদককে না বলি, ক্রীড়াকে হ্যাঁ বলি’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু-কিশোরদের মাঝে ফ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin