স্তন ক্যানসার সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের ক্যাম্পেইন

স্তন ক্যানসার সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের ক্যাম্পেইন

স্তন ক্যানসারের ঝুঁকি ও লক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে সরকারি আজিজুল হক কলেজে একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২০ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘের কলেজ শাখা এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে।

ক্যাম্পেইনে স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ, ঝুঁকির কারণ এবং স্ক্রিনিং গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।  

বক্তারা জানান, স্তনে শক্ত চাকা হওয়া, ফুলে যাওয়া বা আকার পরিবর্তন, রক্ত বা পুঁজ পড়া, ব্যথা এবং স্তন থেকে সাদা তরল বের হওয়া- এগুলো স্তন ক্যানসারের সম্ভাব্য লক্ষণ।

স্তন ক্যানসারের ঝুঁকির কারণ হিসেবে অতিরিক্ত ওজন, পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস, কখনো অন্তঃসত্ত্বা না হওয়া, বেশি বয়সে অন্তঃসত্ত্বা হওয়া, বাচ্চাকে দুধ পান না করানো, দীর্ঘ সময় ধরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া বা হরমোন থেরাপি নেওয়া এবং ধূমপান ও মদ্যপানকে চিহ্নিত করা হয়।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে স্ক্রিনিং গাইডলাইনও তুলে ধরা হয়। সাধারণ ঝুঁকির নারীদের জন্য ৪০-৪৪ বছর বয়স থেকে বছরে একবার ম্যামোগ্রাম এবং ৪৫-৫৪ বছর বয়সীদের প্রতি বছর অন্তত একবার ম্যামোগ্রাম করার পরামর্শ দেওয়া হয়। ৫৫ বছরের বেশি বয়সীদের প্রতি দুই বছরে একবার ম্যামোগ্রাম করার কথা বলা হয়। আর উচ্চ ঝুঁকির নারীদের ৩০ বছর বয়স থেকেই স্ক্রিনিং শুরু করা উচিত।

বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এবং সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল আওয়াল।  

এছাড়াও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবু সায়েম নিশাত, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালহা, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান, তথ্য ও শিক্ষা বিষয়ক মোছা. তারমিন আক্তার, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার শিলা ক্যাম্পেইনটিকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

উপস্থিত বক্তারা এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাথমিক পর্যায়ে রোগটি শনাক্ত করা গেলে স্তন ক্যানসারের চিকিৎসা সহজ হয়। সময়মতো সচেতন হওয়া প্রত্যেকের জন্য জরুরি। আরএ

Comments

0 total

Be the first to comment.

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

খুলনায় অসচ্ছল পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাদ্যসামগ্রী বিতরণ

শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা জেলা ব...

Sep 30, 2025
বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ শাখার নতুন কমিটি গঠন

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...

Sep 14, 2025
নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা Banglanews24 | বসুন্ধরা শুভসংঘ

নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব নিয়ে রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের সভা

বসুন্ধরা শুভসংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিউ গভ. ডিগ্রি কলেজের মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে আ...

Sep 17, 2025

More from this User

View all posts by admin