শত কোটি টাকার স্ক্র্যাপ পাচার, রেলের ওয়াগন কারখানায় দুদকের অভিযান

শত কোটি টাকার স্ক্র্যাপ পাচার, রেলের ওয়াগন কারখানায় দুদকের অভিযান

শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ পাচারের অভিযোগে চট্টগ্রামে ওয়াগন মেরামত কারখানায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়তলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন কারখানায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন।

শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ পাচারের অভিযোগ অনুসন্ধানে পরিচালিত এ অভিযানে ঘটনার সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।

আরও পড়ুনচট্টগ্রাম বন্দরে নিলামে বিক্রি হওয়া ফেব্রিক্সের দুই কনটেইনার উধাও

টিম লিডার সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বলেন, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের শত কোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ সংঘবদ্ধ অসাধু চক্রের মাধ্যমে পাচার করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করা হচ্ছে- এ সংক্রান্ত অভিযোগে আজ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে অভিযোগ সম্পর্কিত তথ্য ও আংশিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

পরে প্রয়োজনীয় অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/বিএ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin