কোয়েটায় আত্মঘাতী বোমায় নিহত ১০

কোয়েটায় আত্মঘাতী বোমায় নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩৩ জন। আজ মঙ্গলবার একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

প্রাদেশিক মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, বিস্ফোরণের পরপরই কয়েকজন সশস্ত্র ব্যক্তি সদর দপ্তরে হামলা চালায়। পরে আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের গোলাগুলি হয়।

বুগতি আরও বলেন, আত্মঘাতী হামলাকারী একটি পিকআপ ট্রাক চালাচ্ছিলেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আরও চার হামলাকারী নিহত হয়েছেন।

প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত কাকার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত ব্যক্তিদের মধ্যে সাধারণ নাগরিক ও সেনাসদস্য রয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আধা সামরিক সৈন্যরাও ছিলেন, তবে তাঁদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে গওয়াদার বন্দর অবস্থিত। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশ হওয়ায় চীন এ বন্দর নির্মাণ করেছে।

জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা সম্প্রতি ওই অঞ্চলে হামলা জোরদার করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বোমা হামলার দায় স্বীকার করেনি।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তান এ অঞ্চলের খনিজ ও খনিজ সম্পদের জন্য আন্তর্জাতিক বিনিয়োগের চেষ্টা করায় ভারত সহিংসতা বৃদ্ধি করতে এসব উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তবে নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে।

Comments

0 total

Be the first to comment.

খাইবার পাখতুনখাওয়ায় ১৯ পাকিস্তানি সেনা নিহত, সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি শাহবাজের Prothomalo | পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় ১৯ পাকিস্তানি সেনা নিহত, সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি শাহবাজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তাঁর সরকার দেশে সন্ত্রাস মোকাবিলায় ‘পূর্ণ শক্তি’ ব্যবহ...

Sep 14, 2025
সৌদি আরব-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলবে Prothomalo | পাকিস্তান

সৌদি আরব-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি আঞ্চলিক ভূরাজনীতিতে কতটা প্রভাব ফেলবে

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার ‘কৌশলগত পারস্পর...

Sep 19, 2025

More from this User

View all posts by admin