সড়কে অবস্থান নিয়ে এনসিপির সমাবেশ, প্রেসক্লাব এলাকায় তীব্র যানজট

সড়কে অবস্থান নিয়ে এনসিপির সমাবেশ, প্রেসক্লাব এলাকায় তীব্র যানজট

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র গণমিছিলকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

শনিবার সন্ধ্যা সোয়া ৫টায় সেখানকার সড়কের উভয় পাশে নেতাকর্মীরা অবস্থান করে সমাবেশ করার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। 

jwARI.fetch( $( "#ari-image-jw6921a36174561" ) );

এর আগে শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে বাংলামোটর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শাহবাগ ও মৎস্য ভবন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট যানজট পূর্বে পল্টন মোড় ও পশ্চিমে কদম ফোয়ারা মোড়ে গিয়ে ঠেকেছে।

সমাবেশে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin