খিলগাঁও ফ্লাইওভারের মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার ক্রীড়া সাংবাদিক জহির উদ্দিন ভুঁইয়া (৫৩) নিহত হয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সংবাদ পেয়ে নিহতের ছেলে রাকিব উদ্দিন ভুঁইয়া সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিকাল পোনে পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জানান, তার বাবা ভোরের পাতা পত্রিকায় (ক্রীড়া সাংবাদিক) সিনিয়র রিপোর্টার হিসাবে কাজ করতেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
নিহত সাংবাদিক জহির উদ্দীন কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে সবুজবাগ থানাধীন বাসাবো ১৭ নং গলির নিজেদের বাসায় থাকতেন। দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।