১.একটা রাত ধার দাও,যে রাতে বিস্ময় জাগিয়ে গ্রাস করেনি আঁধারযাতে নির্লিপ্ততা দেখাতে পারি।জগৎ-সংসারে যা কিছু অভিধান বহির্ভূততা শরীরে লেপ্টে যায় আমার অগোচরে,দুঃখে ভুগি অনন্তকাল।অশোধিত রূপকে প্রচণ্ড গ্লানি বিদ্যমানশুধু কিছু সময়ের আকাঙ্ক্ষা করছে ছারখারআমার পরিবার অদ্ভুত,হাওয়ায় উড়ি একসাথেপরিচয়ের দহনে আবদ্ধ হয় না বনমানুষ।আর্ট ফিল্ম অখাদ্য লাগেরাস্তায় বুক ফুলিয়ে উড়াই সিগারেটতুমি কল কেটে দাও,সেকেন্ড কুড়ি পর,অন্যথায় অনর্থ।
আমি অহেতুক প্রশ্নের ডালা সাজাইভেবে রাখি টানাপড়েনের সন্ধিক্ষণআমার সঙ্গ উচ্ছন্নে যাকআমি ডুবে যাই কৃষ্ণগহ্বরে,তোমার কৌতুকের সাক্ষী হতে।
অবয়বে মুছে গেছে জীবনের রোদদিন গুনি নীরবে, ফানুস হই ইচ্ছার বিপরীতে।২.আমি স্বীকার করি, সময় বড্ড আপেক্ষিকযেই ক্ষুদ্র মুহূর্তগুলোতে তুমি আর আমি একতা আঙুলের ফাঁকে বের হয়ে যায়বালুকণাময় ঢলের মতো।
এই বিশাল পৃথিবী, এই বিশাল সময়রাশিআমাদেরকে দু-দণ্ড সময় দিতে পারে না।যেইটুকু সময় পাই, তা নিমিষেই মিলিয়ে যায় লোকলজ্জার তাড়ায়।
কেন এমনই হয়? কেন তুমি চিরস্থায়ী বন্দোবস্ত নও?আমি উদাম হয়ে বসে আছি, খুবলে খাও!সময় আমাকে বড়ো ক্ষুদ্র মনে করায়তোমার সাথে যেটুকু সময় কাটেসবটুকু নিশ্ছিদ্র যন্ত্রণা।তোমার বদৌলতে দেখে নিলাম সময়ের নগ্নদেহ,আর তা লুকিয়ে রাখার লাজ।কেন ঐ নির্দিষ্ট মুহূর্তে পৃথিবী ত্যাগ করেনিতার বার্ষিক আহ্নিক গতি?