আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হারলেও দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। শুরুতে অবশ্য বোলিং নিয়েছে তারা।
শারজায় আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জাকের আলীর দল। প্রথম ম্যাচটা তারা জিতেছে ৪ উইকেটে। তাতে করে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন সমতা নিয়ে এসেছে টাইগাররা। ১৪ টি-টোয়েন্টিতে দুটি দলেরই জয় এখন ৭টি করে।
একাদশে কারা
বাংলাদেশ উইনিং কম্বিনেশন ধরে রাখেনি। গতকালকের ম্যাচ থেকে দুটি পরিবর্তন এনেছে। তাসকিন আহমেদ ও তানজিম হাসানকে বাদ দিয়ে একাদশে এসেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।