সিলেটের সুজন সভাপতি ফারুক মাহমুদ আর নেই

সিলেটের সুজন সভাপতি ফারুক মাহমুদ আর নেই

সিলেট: ‘সুশাসনের জন্য নাগরিক–সুজন’ সিলেট চ্যাপ্টারের সভাপতি, টিআইবির সচেতন নাগরিক কমিটি সিলেটের সাবেক সভাপতি, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সাবেক প্রশাসক ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ফারুক মাহমুদ চৌধুরী (৭০) আর নেই।

শুক্রবার (৯ অক্টোবর) নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে স্থানীয় সময় দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শারীরিক অসুস্থতা নিয়েই গত মাসে নিউইয়র্কে যান। সম্প্রতি শারীরিক জটিলতা বাড়ায় তাকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়।

ফারুক মাহমুদ চৌধুরী সিলেট অঞ্চলের একজন সুপরিচিত সমাজকর্মী ও মানবিক উদ্যোগের সামনের সারির মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। সামাজিক সংগঠন সুজনসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন।

কমিউনিটি সংগঠক জুয়েল চৌধুরী বলেন, ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তাকে সমাহিত করা হবে। দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর লাশ উডসাইডের আহলে বায়াত মসজিদ ফিউনারেল হোমে নেওয়া হবে। জানাজাও সেখানে অনুষ্ঠিত হবে। ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে দেশে ও প্রবাসে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট জেলা প্রেসক্লাবের শোক:  ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট জেলা প্রেসক্লাব। ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শনিবার (১১ অক্টোবর) এক শোকবার্তায় বলেন- এমন গুণী ব্যক্তির শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। সিলেটের এই বিশিষ্টজন সিলেট জেলা প্রেসক্লাবের সব নির্বাচনের সফল নির্বাচন কমিশনার ছিলেন। ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

গত ১৯ সেপ্টেম্বর ফারুক মাহমুদ চৌধুরী সস্ত্রীক বাংলাদেশ থেকে নিউইয়র্ক যান। প্রথমে নিউইয়র্কে তার কনিষ্ঠ ছেলের বাসায় কয়েক দিন  কাটিয়ে যুক্তরাষ্ট্রের আরেকটি শহরে তার বড় ছেলের বাসায় যান। সেখানে কিছুটা অসুস্থ হয়ে পড়লে তিনি পুনরায় নিউইয়র্ক ফিরে আসেন। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় গত রোববার ফারুক মাহমুদকে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা পৌনে দুইটায় তিনি ইন্তেকাল করেন। তিনি কিডনি ও হার্টসহ নানা রোগে ভুগছিলেন। ফারুক মাহমুদ চৌধুরীর লাশ নিউইয়র্কে দাফনের সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

এনইউ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin