সিলেট: বিভাগের দুই উপজেলায় একই দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা ও হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৃথক ঘটনায় এই ৫ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
চান্দপুর চা বাগানের ব্যবস্থাপক শামীম হুদা তিন শিশুর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের উচিত ছিল শিশুদের বিষয়ে সচেতন থাকা। এখন প্রশ্ন উঠেছে, চা বাগানে জলাশয়গুলোতে কেন বেড়া দেওয়া হলো না। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। একই দিনে ৫ শিশুর মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পৃথক ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে, মর্মে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে। এনইউ/আরএ