সহপাঠীকে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত

সহপাঠীকে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত

যশোর: সহপাঠীকে রক্ষা করতে যেয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছে যশোর মুসলিম একাডেমি স্কুলের নবম শ্রেণির দুই ছাত্র।  

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্কুলের পাশের এক নার্সারির সামনে এই ঘটনা ঘটে।

আহতরা জানায়, ঘটনার সময় তাদের বন্ধু আকাশকে ধরে কয়েকটি কিশোর জিলা স্কুলের দিকে নিয়ে যেতে উদ্যত হয়। তারা প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

খবর পেয়ে মুসলিম একাডেমির শিক্ষকরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ছুরির আঘাত তাদের পায়ে লেগেছে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin