সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৬৬০ জন। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩৮৩ জন।
রবিবার (৩০ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অভিযানকালে দেশে তৈরি দুটি একনলা পাইপগান, একটি দেশীয় শুটারগান, একটি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড লিডবল কার্তুজ, চারটি ফাঁকা কার্তুজ, ৫ রাউন্ড সিসা কার্তুজ, একটি চাপাতি, একটি ছোরা ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে।