শান্তিনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত

শান্তিনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী আহত

ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে রাজধানীর শান্তিনগর বাজারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত বিল্লাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজার এলাকায় ভাড়া থাকেন। 

ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই ফজলুর রহমান জানান, আমার ভাই গাউছিয়া, মৌচাকসহ বিভিন্ন মার্কেটে পাইকারি কাপড় সরবরাহ করতেন। গত রাতে শান্তিনগর বাজার এলাকা দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন ছিনতাইকারী পথরোধ করে দাঁড়ায়। কোনও কিছু বোঝার আগেই তারা আমার ভাইয়ের বুকে ও বাম পায়ের রানে ছুরিকাঘাত করে ৫ হাজার টাকা ও ১টি মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তার চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin