সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সোমবারের মধ্যে শাস্তি নিশ্চিত করবে বিএনপি

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সোমবারের মধ্যে শাস্তি নিশ্চিত করবে বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পর দলের পক্ষ থেকে তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে এ ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দেন, যেখানে তিনি ঘটনার তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করার কথা জানান।

তবে এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি মিডিয়া সেল।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলের সঙ্গে সংবাদজগত, সাংবাদিক ও মিডিয়ার সম্পর্ক অবিচ্ছেদ্য। মতাদর্শগত বিভেদের ঊর্ধ্বে এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উত্তরণে সাংবাদিকদের অবদানের প্রতি বিএনপি সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

বিএনপি জানায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশের পাশাপাশি তদন্ত ও শাস্তির ব্যাপারে কোনো প্রকার দেরি বা শিথিলতা প্রদর্শন না করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধ ও তার মাত্রা নির্ধারণ করে আগামীকালের (সোমবার) মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিক ও অন্যান্য মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দলটি।

একই সঙ্গে জানানো হয়, বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া কারও অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হবে।

পরিস্থিতির সুযোগ নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে বিএনপি।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

এসবিডব্লিউ/আরএ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin