কয়রায় বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজীর গণসংযোগ

কয়রায় বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজীর গণসংযোগ

খুলনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রায় প্রচারণা শুরু করেছেন খুলনা-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিনিয়র সাংবাদিক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার সহ স্থানীয় বিভিন্ন বাজার ও এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।

এ সময় আমিরুল ইসলাম কাগজী বিএনপির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং ভবিষাৎেও থাকবে। আমি মনোনয়ন পেলে অবহেলিত কয়রার-পাইকগাছার উন্নয়নে ও জনগণের পাশে থেকে কাজ করব।

তিনি আরও বলেন, যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সাথে নিয়ে বিএনপি ধানের শীষ প্রতীক কে বিজয়ী করবো ইনশাল্লাহ। আপনারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান যানান তিনি।

এসময় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন দক্ষিন বেদকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মন্জুর আলম নান্নু,সবেক সংগঠনিক সম্পাদক ও দক্ষিণ বেদকাশী ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ওসমান গনি খোকন, বিএনপি নেতা মোল্ল্যা মাকসুদুল আলম, মোহাসিন গাজী, কৃষকদল নেতা আলতাফ হোসেন মিন্টু, কয়রা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান,থানা সেচ্ছাসেবক দল সদস্য মিঠুন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি জহুরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক ছাত্রদল সভাপতি আশরাফুল ইসলাম, শিমুল ফারুক,রোকনুজ্জামান, সাইদ শেখ, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক ইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মুসাইব হোসেন, প্রমুখ।

এছাড়াও লিফলেট বিতরণ ও গণসংযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির পক্ষে ভোট ও দোয়া চান।

 

 

এমআরএম

 

 

 

 

 

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025
বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ, গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় Banglanews24 | রাজনীতি

বাগেরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ-সমাবেশ, গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

বাগেরহাট: বাগেরহাটে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গনহত্যার বিচারের...

Sep 12, 2025

More from this User

View all posts by admin