সামাজিক মাধ্যমে ভুয়া নোটিশ, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

সামাজিক মাধ্যমে ভুয়া নোটিশ, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও সক্রিয় হয়ে উঠছে ভুয়া নোটিশ ছড়ানোর একটি প্রতারণাচক্র। পুলিশের বিশেষায়িত ইউনিট অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নামে ফেক নোটিশ প্রচার করে সাধারণ মানুষকে ভয় দেখানো ও প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে চক্রটি। এসব নোটিশে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, বৈদেশিক মুদ্রা লেনদেনসহ নানা অভিযোগ তুলে ভয়ভীতি দেখানো হচ্ছে।

সোমবার (২৪ নভেম্বর) বিকালে সংস্থাটির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনলাইনে প্রচারিত এসব নোটিশ সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর। এগুলোর সঙ্গে সিআইডির কোনও ধরনের সম্পৃক্ততা নেই। অপরাধীরা প্রতারণার উদ্দেশ্যে এগুলো ছড়িয়ে দিচ্ছে।

সিআইডি জানায়, ভুয়া নোটিশের উৎস শনাক্তে তদন্ত চলছে এবং যারা এসব তৈরি ও প্রচারে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

জনগণকে সতর্ক করে সিআইডি কর্তৃপক্ষ আরও জানায়, কারও পাঠানো সন্দেহজনক নোটিশ, সার্টিফিকেট, বার্তা বা লিঙ্কে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন হলে সিআইডির অফিসিয়াল সোর্স থেকে তথ্য যাচাই করতে হবে।

জসীম উদ্দিন খান আরও বলেন, এসব ভুয়া নোটিশের মাধ্যমে শুধু প্রতারণাই নয়, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টাও করা হতে পারে। তাই অচেনা লিঙ্ক, বার্তা ও অস্বাভাবিক নোটিশ দেখলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

সাইবার প্রতারণা প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin