সাবিলাকে নিয়ে শুরু...

সাবিলাকে নিয়ে শুরু...

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় জাগো এফএম-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর তৃতীয় সিজন শুরু হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে।

এ উপলক্ষে বেশ কিছু পর্ব ধারণ করা হয়েছে। এর আগের দুটি সিজনে ৩ শতাধিক পর্ব প্রচার হয়েছে গত ৬ বছরে। এবারের নতুন সিজনের রাতাড্ডা কেমন হবে জানতে চাইলে অনুষ্ঠানটির উপস্থাপক, সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘এই অনুষ্ঠানটি নির্দিষ্ট কোনও টাইম ফ্রেমে ঠিক বাঁধিনি কখনও আমরা। এবং সমাজের বিভিন্ন স্তরের তারকা-কুশলীদের নিয়ে রাতাড্ডা মূলত সবচেয়ে দীর্ঘব্যপ্তির কোনও সেলিব্রিটি শো। এই শোয়ের কোনও কোনোটির ব্যপ্তি আড়াই থেকে ৩ ঘণ্টারও বেশি হয়েছে। মূলত আগত অতিথি তার জীবন দর্শন ও নানান বিষয় নিয়ে মতামত নিয়েই এই শোটি তৈরি। এবারেও এর ব্যতিক্রম থাকবে না। তবে এবারের কিছু পর্ব আমরা আউটডোরে বা বিভিন্ন লোকেশনে করার প্ল্যান রয়েছে। এই শোতে কোনও ভাইরাল টপিককে উৎসাহিত করা হয় না। বরং এই শোটি এক ধরনের আর্কাইভাল ভ্যালু তৈরির উদ্দেশ্যে করা হয়।’

‘রাতাড্ডা উইথ তানভীর’ অনুষ্ঠানটি নিয়ে জাগো এফএম এর অনুষ্ঠান প্রধান উদয় চৌধুরী বলেন, ‘‘তানভীর ভাই আমাদের জাগো এফএম এর একেবারে শুরু থেকেই সম্পৃক্ত। আমাদের এই স্টেশনের নানান বিষয়ে উনি পরামর্শ দিয়ে থাকেন। ‘রাতাড্ডা উইথ তানভীর’ শোটি আমরা তৃতীয় সিজন শুরু করতে যাচ্ছি এর তুমুল গ্রহণযোগ্যতার কারণেই। কারণ আমাদের অনেক লিসেনার অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করেন। টানা ৬ বছরে আমরা তিন শতাধিক পর্ব প্রচার করেছি। আনন্দের বিষয় হলো, রাতাড্ডার সেশন এখন এমন একটি গুরুত্বপূর্ণ আর্কাইভ হয়ে উঠেছে যে, একাধিক চ্যানেল তারকাদের বিভিন্ন রেফারেন্স ফুটেজ হিসেবে আমাদের শো-এর ক্লিপিংস ব্যবহার করে। আমি মনে করি এটাই এই অনুষ্ঠানটির বিশেষত্ব।’’ jwARI.fetch( $( "#ari-image-jw69295409b5cfa" ) ); নতুন সিজনে অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্রবার রাত ১০টায় প্রচার হবে। সেই অনুযায়ী তৃতীয় সিজনের প্রথম পর্ব প্রচার হবে ৫ ডিসেম্বর শুক্রবার রাত ১০ টায়। প্রথম পর্বের অতিথি হিসেবে থাকছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। 

সাবিলা নূর তার দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়, ব্যক্তিজীবন, সংসার ও চলচ্চিত্র নিয়ে বিস্তারিত বলেছেন। অনুষ্ঠানটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘অনেক আগে একুশে টিভিতে আমার একটি শোতে তানভীর ভাইকে অতিথি করেছিলাম। এরপর ভাইয়ার অনলাইন শোতেও আমি হাজির হয়েছি। কিন্তু স্টুডিও সেশনে এই প্রথম আমি তার শোতে এলাম। রাতাড্ডা অনুষ্ঠানের একাধিক ক্লিপিংস আমি দেখেছি। উপস্থাপক এতো ডিটেইল আর গভীর বিষয়ে আলোচনা করেন, সে কারণে কথা বলে আরাম পাই। এইধরনের আলোচনা করার প্ল্যাটফর্ম আমাদের দেশে খুব একটা নেই। সত্যিই উপভোগ্য অনুষ্ঠানটি।’

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন হাসান মোহাম্মদ জুবায়ের। jwARI.fetch( $( "#ari-image-jw69295409b5d21" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin