৩ বছর পূর্ণ করলো দীপ্ত প্লে

৩ বছর পূর্ণ করলো দীপ্ত প্লে

পথচলার ৩ বছর পূর্ণ করলো ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। ৩ বছর আগের এই দিনে (২৮ নভেম্বর) প্ল্যাটফর্মটি সম্প্রচারে আসে।

নির্দিষ্ট ঘরানার গল্প নয়; বরং বৈচিত্র্যপূর্ণ মানবিক গল্প বলার প্রয়াসে তিন বছরে দীপ্ত প্লে তৈরি করেছে এমন সব অরিজিনাল ফিল্ম যা দর্শককে শুধু বিনোদন নয়, দিয়েছে সম্পর্কের গল্পগুলোর নতুন ভঙ্গি, জুগিয়েছে ভাবনার সূত্রও। ‘পরি’ বা ‘নিকষ’ ওয়েব ফিল্মগুলোতে একদিকে যেমন দেখা যায় নারী পাচারের স্বরূপ, তেমনই ‘সাহসিকা-২’ ফিল্মটিতে উঠে এসেছে ঘরে থাকা নারীর এমন একটি বিষয়, যা নিয়ে কেউই কথা বলতে স্বস্তিবোধ করে না। একই সঙ্গে 'শহরে অনেক রোদ' যখন নতুন সম্পর্কের মিষ্টি প্রেমের আল্পনা বুনে চলে তখনই ‘অগ্নিপুরুষ’ চাক্ষুষ করায় ফায়ার ফাইটারদের সাহসী জীবনের নানান আত্মত্যাগ। 

‘আইকন ম্যান’ থেকে ‘অপলাপ’ মুখোমুখি করায় নতুন ধরনের গল্পের। ১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এই ওয়েব ফিল্মে ‘‌মায়া’। ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’- গল্প নিয়ে ‘ইউএনও স্যার’। ভৌতিক গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘‌বিভাবরী‘‌, ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস’, তিন শ্রেণীর মানুষের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘‌ত্রিভুজ’ এবং থ্রিলারধর্মী গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘‌হাইড এন সিক’। 

দীপ্ত প্লের তিন বছরের যাত্রায় দর্শকের প্রতিদিনের আনন্দ বিনোদনের সঙ্গী হয়ে আছে মেগা সিরিয়াল। বর্তমানে দেশের জনপ্রিয় সিরিয়ালের তালিকায় এগিয়ে থাকা ‘খুশবু’, ‘রূপনগর’-এর মতো প্রতিদিনের ধারাবাহিকের নতুন পর্বের জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এছাড়া ‘দেনা পাওনা’, ‘মান অভিমান’ ও ‘মাশরাফি জুনিয়র’র মতো দর্শকপ্রিয় দেশি ৩০টিরও বেশি ধারাবাহিকের সম্পূর্ণ পর্ব দর্শক যে-কোনও সময় উপভোগ করতে পারছেন দীপ্ত প্লেতে। 

এছাড়াও দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সুপারহিট সিনেমা ‘তাণ্ডব’। একই সাথে দেশ-বিদেশের দর্শকনন্দিত নানা সিনেমায় ভরে আছে দীপ্ত প্লে’র লাইব্রেরি।

এছাড়া পডকাস্ট শো ‘‌মাই স্টোরি‘‌, সপ্তাহে বিনোদনের সব এক্সক্লুসিভ আপডেট নিয়ে অনুষ্ঠান ‘‌বিনোদন এই সময়’, গ্রাম বাংলার আঞ্চলিক রান্না নিয়ে অনুষ্ঠান ‘‌চুলার পাড়’সহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান যেকোনও সময় দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে। একই সাথে নতুন নতুন কন্টেন্ট এবং নতুন আঙ্গিকের কন্টেন্ট আসছে দীপ্ত প্লেতে। 

এ ব্যাপারে দীপ্ত প্লে'র প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো: আবু নাসিম বলেন, ‘গত ৩ বছর ধরে দর্শক যেভাবে দীপ্ত প্লের সাথে সম্পৃক্ত হয়েছেন তা খুবই আনন্দের। এতদিন দর্শক দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম, দেশি বিদেশি ড্রামা সিরিজ দেখেছেন, তবে খুব দ্রুতই দর্শক নতুন ধরনের কন্টেন্টও দেখতে পাবেন। অরিজিনাল ফিল্মের সাথে এবার দীপ্ত প্লে নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ও অরিজিনাল ভার্টিকাল সিরিজ। আমরা আশা করছি, নতুন ধরনের কন্টেন্টগুলো দর্শক গ্রহণ করবেন সাগ্রহে।’

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin