রেলওয়ের সঙ্গে ‘সহজ ডটকমের’ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

রেলওয়ের সঙ্গে ‘সহজ ডটকমের’ চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ‘সহজ ডটকমের’ টিকিট বিক্রির চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) অ্যাডভোকেট মিয়াজি আলম চৌধুরী এ রিট দায়ের করেন।

এর আগে গত ৩০ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের করা ‘প্রশ্নবিদ্ধ’ চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়।

রেজিস্ট্রি ডাকযোগে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) এবং সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে সুপ্রিম কোর্টের আইনজীবী মিয়াজী আলমগীর আলম চৌধুরী এই নোটিশ পাঠান।

নোটিশ বলা হয়েছিল, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে যথোপযুক্ত পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট করা হবে।

মিয়াজী আলমগীর আলম চৌধুরী বলেন, রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটটি ভার্চুয়াল গেট খোলার কয়েক মিনিটের মধ্যেই লাখ লাখ হিট দিয়ে ভরে যায় এবং জনপ্রিয় গন্তব্যস্থলে যাওয়া বেশিরভাগ ট্রেনের টিকিট তাৎক্ষণিকভাবে বিক্রি হয়ে যায়, যার ফলে টিকিট মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এতে অসংখ্য আগ্রহী যাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। সম্পূর্ণ ই-টিকিট ব্যবস্থা আরোপের মাধ্যমে জনগণের চলাচলের ওপর অযথা শর্ত ও ভোগান্তি আরোপ করা হয়েছে— যা ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরার মৌলিক অধিকারের লঙ্ঘন। এ বিষয়ে সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক ‘দুই মিনিটে টিকিট শেষ, এটা কোনও সিস্টেম হতে পারে না’ বলে মন্তব্য করেছেন।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রেলওয়ের সঙ্গে সহজ ডটকমের চুক্তির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তারিখের প্রশ্নবিদ্ধ চুক্তিটি স্থগিত করা এবং বাংলাদেশ রেলওয়ের সম্পূর্ণ ই-টিকিট ক্রয় ব্যবস্থা বাতিল করতে বলা হয়েছিল। এ ছাড়া রেলওয়ের নিজস্ব ক্ষমতা অনুসারে ম্যানুয়াল টিকিটিং ব্যবস্থাসহ আনুপাতিক ই-টিকিট ক্রয় ব্যবস্থা পুনরায় চালু করতেও বলা হয়েছিল ওই  নোটিশে।

তবে নোটিশ প্রাপ্তির পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করায় জনস্বার্থ হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin