রাজশাহীতে মিলল বৃদ্ধার লাশ

রাজশাহীতে মিলল বৃদ্ধার লাশ

রাজশাহীতে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ।

তিনি জানান, স্থানীয়রা লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেহেরচণ্ডি এলাকার বাসিন্দারা জানান, আনুমানিক ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধা দুই দিন আগে এলাকায় আসেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন ছিলেন। স্থানীয় নারীরা তাকে গোসল করিয়ে দেন এবং খাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি ওষুধও কিনে দেন।

ওসি মেহেদী মাসুদ জানান, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। এজন্য ময়নাতদন্তের পর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হবে। পরিচয় শনাক্ত হলে নিকটাত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যথায় লাশ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আনজুমানে মফিদুলে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin