রাজৈরে বাস খাদে পড়ে নারী নিহত

রাজৈরে বাস খাদে পড়ে নারী নিহত

মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে দিকে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন নীলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

জানা গেছে, ভোরে কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল চন্দ্রা পরিবহনের একটি বাস। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। এসময় বাসে ৩১ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নীলাকে মৃত অবস্থায় এবং ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন।  

আহতদের অনেককে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।  

আর গুরুতর অবস্থায় লক্ষ্মীপুরের রামগাতি উপজেলার চর কালাখোপা গ্রামের জুয়েল(৩০), নোয়াখালীর আটকপালিয়া উপজেলার জাহাজমারা গ্রামের মিরাজ (৩০) ও একই জেলার সুবর্ণচরের চরহাসান গ্রামের মিলনকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আহতরা সাধারণ জখম হওয়ায় বেশিরভাগই চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এসআই

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin